প্রশ্ন
আমি যদি কুরবানি না করি তাহলে আমার কী ধরনের গুনাহ হবে? আমার কি মারাত্মক কোন গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি করা ওয়াজিব। তাই কুরবানি না করলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
‘যার কুরবানীর সামর্থ্য আছে, তবুও সে কুরবানী করল না, সে যেন আমাদের ‘মুসল্লা’ (ঈদগাহ)-এ না আসে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৫৬৫]
লক্ষ করুন, এখানে কী কঠিন ধমকি দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকেই আপনি গুনাহের মাত্রা আঁচ করতে পারেন। সুতরাং কিছুতেই কুরবানি ছাড়া যাবে না।
আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم