প্রশ্ন
আমি আজ দুপুরে অজু করার পর আমার বাচ্চাকে দুধ পান করাই। এরপর নামাজ পড়াই। এতে কি আমার অজু বা নামাজে কোনো ক্ষতি হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, বাচ্চাকে দুধ পান করানোর দ্বারা অজু ভঙ্গ হয় না। অজু ভঙ্গ হয় শরীর থেকে নাপাকি বের হলে।
তাই আপনার অজু বা নামাজে কোনো ক্ষতি হয়নি।
আদদুররুল মুখতার ১/৩০৫; ইমদাদুল ফাতাওয়া ১/৪১; ফাতওয়া দারুল উলুম ১/১৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم