প্রশ্ন
ইজতিবা কী? এ সম্পর্কে বুঝিয়ে বললে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইজতেবা হলো ইহরাম পরিধান করার বিশেষ এক পদ্ধতি। তা হলো, ইহরামে পরিধানকৃত চাদর ডান বগলের নীচে দিয়ে বের করে বাম কাঁধের উপর রাখা।
পুরো তাওয়াফে সময় ইজতিবা করা অর্থাৎ পরিধেয় চাদর ডান বগলের নিচা দিয়ে বের করে বাম কাঁধের উপর রাখা সুন্নত।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,
‘জিঈররানা নামক স্থান থেকে রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিগণ উমরা করেছেন। তাঁরা তাওয়াফকালে ‘রমল’ করেছেন এবং পরিধেয় চাদর (ডান কাঁধ খালি রেখে) বগলের নিচ দিয়ে বের করে বাম কাঁধের উপর রেখেছেন।
[সুনানে আবু দাউদ ১/২৫৭; সুনানে দারেমী, হাদিস ১৯৭৪; জামে তিরমিযি ১/১৭৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم