প্রশ্ন
আমার চাচার দুই স্ত্রী ছিল। একজনের নাম ফারহানা অন্যজনের নাম বুশরা। ফারহানার ঘরে তার মেয়ে রাবেয়া। আর বুশরার ঘরে তার মেয়ে রাহা। রাহার ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহর ছেলে আবদুর রহমান। এই আবদুর রহমান ফারহানার মেয়ে রাবেয়াকে বিয়ে করেছে। কেউ এই বিয়েকে জায়েয বলছেন, কেউ নাজায়েয বলছেন। তাই আমি হযরতের কাছে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আবদুর রহমানের জন্য ফারহানার মেয়ে রাবেয়াকে বিয়ে করা জায়েয হয়নি। কেননা, রাবেয়া আবদুর রহমানের পিতার খালা। আর পিতার খালা মাহরাম নারীদের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আপন খালা, বৈপিত্রেয় ও বৈমাত্রেয় খালার হুকুম একই। অতএব তাদের কর্তব্য হল, এখনই পৃথক হয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার দরবারে তাওবা-ইস্তেগফার করা।
-আহকামুল কুরআন, জাসসাস ২/১২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩; ফাতাওয়া খানিয়া ১/৩৬০; বাদায়েউস সানায়ে ২/৫৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم