প্রশ্ন
বর্তমানে বিভিন্ন পণ্য গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তে ক্রয়-বিক্রয় হয়। জানতে চাই, গ্যারান্টি বা ওয়ারেন্টির সাথে পণ্য ক্রয়-বিক্রয় জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামী অর্থনীতির একটি মূলনীতি হল, এক চুক্তির সাথে অন্য চুক্তির শর্ত করা যাবে না।
হাদিস শরিফে এসেছে, ‘রাসূল (সা.) ক্রয়-বিক্রয়ের সাথে অন্য শর্ত যুক্ত করেতে নিষেধ করেছেন।’ [আলমুজামুল আওসাত, তাবারানি, হাদিস: ৪৩৬১]
এই নিষেধাজ্ঞার একটি কারণ হল, এমন শর্তের কারণে কখনো কখনো ক্রেতা-বিক্রেতার মাঝে ঝগড়া হতে পারে।
তবে যদি শর্তটি সমাজে প্রচলিত হয়ে যায় তাহলে ফুকাহায়ে কেরাম বলেন, তখন আর ক্রয়-বিক্রয় অবৈধ হবে না। কারণ তখন আর ঝগড়ার খুব একটা সুযোগ থাকে না।
পণ্যের সাথে বিক্রেতার পক্ষ থেকে পণ্যের গ্যারান্টি বা ওয়ারেন্টির সেবা প্রদানের বিষয়টি যেহেতু বর্তমানে অধিক প্রচলিত তাই এমন শর্তের সাথে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে।
বাদায়েউস সানায়ে ৪/৩৮১, ফিকহুল বুয়ু ১/৫০১, তাকমিলাতু ফাতহুল মুলহিম ১/৬৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم